পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী \ව්ව් রাজ । কৰ্ত্ত যদি একবার নদেরচাদকে দেখেন তিনি কখনই অমন রূপবতী মেয়ে তার হাতে দেবেন না—মেয়ে ত নয় যেন নবদুর্গ । ললি। আভাময়ী লীলাবতী হৃদয়-মাধুরী, শুৰিমলা দেববালা অমৃভব হয়— ললাট বিগুদ্ধ ধৰ্ম্ম ; সরম লোচন ; সরলতা গণ্ডকাস্তি ? স্বশীলতা লাস ; স্ববিদ্যার রসনা ; স্নেহ মুন্দর অধর ; দয়া মায়া দুই পাণি রমণীয় শোভা । এই দেববালা মম স্নেহের তাজন, নাশিতে তাহারে আমি দেব না কখন । সিদ্ধে । নুরূপ্লা রমণী মনোমোহিতকারিণী, ধৰ্ম্মপরায়ণা হলে আরো বিমোহিনী— সুপারতা নিবন্ধন আদরে কমলে, আদর ভাজন আরো সৌরভের বলে ; কাঞ্চন আপন গুণে সকলে রঞ্জনে, কত শোত আরো তার মণি সংমিলনে ; মনোহর কলেবর কমলা নিকর, মিষ্টত আধার হেতু আরো মনোহর । রাজ। কুপতি কি যন্ত্রণা তা শারদাসুন্দরী জেনেছেন আজো জানতেচেন । ললি । সিদ্ধেশ্বর, তুমি হেমৰ্চাদকে সমাজে আসতে নিষেধ করেছ না কি ? সিদ্ধে। সাধে করিছি, তিনি সমাজ হতে বার হয়ে নদেরচাদের গুলির আড্ডায় প্রবেশ করেন, লোকে সমুদয় ব্রাহ্মদের নিন্দ করে । ললি । সে নিন্দায় সমাজের কিছু মাত্র ক্ষতি হবে না, কিন্তু তাতে হেমের চরিত্র শোধরাতে পারে, তার মনে ঘৃণা হবে যে তার জন্যে সমুদয় সমাজের নিন্দ হচ্চে এবং দশ দিন আসতে &