পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઠં8 দীনবন্ধু-গ্রন্থাবলী আসতে সে কুসংসর্গ ছেড়ে দিতে পারে। ভাব দেখি আমাদের মধ্যে কত ব্রাহ্ম আছেন, যারা পূৰ্ব্বে পশুবৎ ছিলেন, এক্ষণে র্তারা দেবতা স্বরূপ । আমার নিতান্ত অনুরোধ, তুমি হেমকে সমাজভুক্ত কর—যদি পরের উপকার কৰ্ত্তে না পারলেম, মন্দকে ভাল কৰ্ত্তে না পারলেম, তবে আমাদের সমাজ করাও বৃথা, জীবন ধারণাও বৃথা । রাজ । শারদাসুন্দরী পবিত্র ব্রাক্ষিক, হেমবাবু যদি আমাদের সমাজে আসেন, র্তার আসার আর কোন বাধা থাকে না ; তা হলে আমি কত সুখী হবে, তা বলে জানাতে পারি নী । সিদ্ধে । তোমার যাতে মত, রাজলক্ষ্মীর যাতে মত, তাতে আমার অমত কি। আমি প্রতিজ্ঞ কচ্চি হেমকে সমাজভুক্ত করবে, শুধু সমাজভুক্ত কেন যাতে তার চরিত্র সংশোধন হয় তার বিশেষ চেষ্টা করবে। কিন্তু ভাই সে স্বভাবতঃ বড় নিৰ্ব্বোধ, শুনিচি রাগের মাথায় শারদাসুন্দরীকে যা না বলবের তাও বলে, সুতরাং আশু কোন ফল হবে না । ললি । কিন্তু সে শারদকে ভালবাসে । রাজ । ছাই—শারদ। বটে হেমবাবুকে ভালবাসে । ললি। সিধু, আমি মামার কাছে যাই, তুমি সে পুস্তকখানি নিয়ে এস, আর বিলম্ব করা হবে না । [ ললিতের প্রস্থান । রাজ । লীলাবতীর মামা বোধ করি এ বিয়ে দিতে দেবেন भt । সিদ্ধে । সেই ত অামাদের প্রধান ভরসা । আমরা কৰ্ত্তার সুমুখে কথা কইতে পারি নে, কিন্তু মামা কাহাকেও ভয় করেন না । কৰ্ত্তাই কি আর গিল্পীই কি, অন্যায় দেখলে তিনি কাহাকেও রেয়াত করেন না । তিনি বলচেন লীলাবতীকে নিয়ে স্থানান্তরে যাব তবু এ বিয়ে হতে দেব না ।