পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 দীনবন্ধু-গ্রন্থাবলী হেরে অবাক্ হয়ে চেয়ে রই, হ্যা সই আমি কি কেউ মই ? শার। আ মরি আজ যে আহলাদে গলে পড়চে । লীলা । আমার যে বিয়ে । শার । তোমার বনবাস ! লীলা । অশোক বন । শার। চেড়ী আছে । লীলা । মনের মত বর । শার। দেখলে আসে জ্বর । লীলা । কপালগুণে কালিদাস । শার। যম করেচেন উপবাস । - লীলা । যম যেমন “আমার” ভাই তেমনি “আমার” । শার । তুই আর রঙ্গ করিস নে ভাই—পোড়ার মুখোর মুখ দেখলে হৃৎকম্প হয়—বলে চেয়ে দেখ চঞ্জাবলি ভুবন আলো করেচে, জাম্বুবানের পদ্মমুখে ভোমরা বসেচে। লীলা । ভাব ভাবু কদমফুল ফুটে রয়েচে—অকল্যাণ কর না সই তোমার দেবর হয় । শার। অামার নক্ষ্মণ দ্যাওঁর—অামার মনচোরার মাসতুতো ভাই— লীলা । চোরে চোরে । শার। নদে পোড়াকপালে এর সঙ্গে জুটে গোরিবের মেয়েদের মাত খায়—নদেকে দেখে ঘোমটা দিই বলে মাসাস অভিমানে মরে যান, বলেন “এমন গ্যাদারি বউ দেখি নি,” শাশুড়ী লাঞ্ছনা করেন, বলেন “দ্যাওর, পেটের ছেলে, তারে এত লজ্জা কেন গা”—যেমন মাসাস তেমনি শাশুড়ী । লীলা । স্বর্ণগর্ভার বন স্বর্ণকুকী।