পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী Sఫీ যোগ । তোমার ত মা নাই, তোমার বাপ ভাই আছে, আমি ত্বরায় তোমাকে তাহাদের কাছে লয়ে যাব—আমি তোমাকে যেরূপ যেরূপ কত্তে বলি তুমি সেইরূপ সেইরূপ কর । আহ । আমাকে আপনি যা বলবেন, আমি তাই করবে, বাবুও আপনার মতে চলবেন । যোগ । অনেক পরামর্শ আছে, তুমি– ভোলালীথের প্রেবেশ । ভোল৷ ৷ অহল্যা বাড়ীর ভিতর যাও— আহ । বাবার সঙ্গে আমার অনেক কথা আছে— ভোলা। কাল হবে কতকগুলি লোক আসচে বাবাজি আপনি কাল এমনি সময় আসবেন, আপনার যত কথা থাকে কাল হবে । [ এক দিকে অহল্যার, অপর দিকে যোগজীবনের প্রস্থান । ভোলা । কদিনের পর আজ একটু আমোদ করা যাক । ওরে~~– শ্ৰীনাথ, নদেরচাদ এবং ইয়ার চতুষ্টয়ের প্রবেশ । প্র, ই । কি বাবা নিরমিষ বসে রয়েচ যে । ভোলা । একটি নিরমিষখেগে। এসেছিলেন তাতেই হাত প। বাধা ছিল । ভূত্যের প্রবেশ এবং ডিক্যান্টার প্রভৃতি প্রদান । দ্বি, ই । নদেরচাদ লেগে যাও । [ ভূতের প্রস্থান । নদে । অামি ঢের খেইচি, আর খাব না । শ্রীন । তুমি যে দিন বলবে আর খাব না সে দিন তিন চারটে আবৃকারির ডেপুটি কালেক্টর বরতরফ হবে—( সকলের মদ্যপান )