পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S९ e দীনবন্ধু-গ্রন্থাবলী তৃ, ই । হেমৰ্চাদকে দেখচি নে যে ? নদে । হেমচাঁদ বয়ে গেছে—বয়ের পরামর্শে বয়ে গেছে— সিদ্ধেশ্বরের সঙ্গে মিশেচে, মদ ছেড়ে দিয়েচে—একেবারে জান্নবে গিয়েছে । ভোলা । ছেলেমানষে মদ ন খায় সে ভাল—কিন্তু ছোড়া ব্রাহ্ম হয়ে পড়েছে । চতু, ই । আপনি তাকে ত্যাগ করেছেন ত ? তৃ, ই । উনি তাকে ত্যজ্য পুত্র করেছেন । ভোলা । দূর গুওটা পাজি সে যে আমার ভাগনে । শ্রীন । ও সকল জঘন্য গাল মূখের মুখে ভাল শুনায়, চাষার মুখে ভাল শুনায়, বেহারার মুখে ভাল শুনায় । ভোলা । মাতাল মূখ হইতে অধম, চাষ হইতে অধম, বেহার হইতে অধম, সুতরাং মাতালের মুখে গুওটা মন্দ শুনায় না— যপ্তমত্তমুখভ্রষ্টং বাপাস্তমমৃতাধিকং মদের মুখে বাপান্ত অমৃতের অধিক । শ্রীন । পেট ভরে খাও অমর হবে । প্র, ই । ব৷ ইয়ার বেশ বলেছ—( সকলের মদ্যপান ) ভোলা। ওহে শ্ৰীনাথ বাবু তোমরা অতি অন্তুজ ; তোমরা বিবাহের সম্বন্ধ স্থির করে ভেঙ্গে দিতে চাও ! আমি ভোলানাথ চৌধুরী, আমার ভাগনে সত্যি সত্যি আইবুড়ে। থাকবে না, তোমাদের ব্যবহার ত এই—হরবিলাস চট্টোপাধ্যায় অামায় জানেন না, তার বাড়িতে কি কাণ্ড না হয়ে গেছে, আমার ছাপা ত কিছুই নাই । শ্ৰীন। বাবা তুমি যে বিয়ে করে এনেচ কত কি ছাপা থাকবে— দ্বি, ই । শ্রীনাথ বাবু কেঁচো খুড়তে খুড়তে সাপ তোলেন কেন ?