পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ দীনবন্ধু-গ্রন্থাবলী চতু, ই । ভূত পাচ প্রকারই বটে, যথা—পেত্নীর ভাতার ভূত, মামদে ভূত, অদ্ভূত, কিস্তৃত, আর দেখ গে—(চিস্তা ) নদে । বেহ্মদত্তি । চতু, ই । এবারে হোল না । গ্রীন । আর নদেরচাদ । নদে । আমি কেমন করে ? শ্ৰীন। আবাগের ব্যাটা ভূত । চতু, ই । পাচ ভূত মিলেচে । শ্ৰীন । গোট। দুই জেয়াদ দেখচি । চতু, ই । যে পাচ সেই সাত, যথা–পাচ সাত বার । প্র, ই । আচ্ছ ভাই, তুমি শিবের ধ্যানের এইটুকু বুঝায়ে দাও দেখি-“ধ্যান্নিতং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং ।” চতু, ই ! এ ত সহজ কথা—“ধ্যান্নিতং” কি না “মহেশং” ; “রজতগিরি” কি না “নিভং” ; “চারুচন্দ্রাবতংসং—” কিছু শক্ত হচ্চে—“চারুচন্দ্র” যে কতখানি “বতংসং” তা ভাই টিপুনী ন৷ দেখে বলতে পারি নে। আমাকে ঠকাতে পারবে না, আমি টোলে পড়িচি । ভোলা । টোলে পড়া কি ভাল ? শ্রীন । টলে পড়া ভাল । ভোলা। তবে অধ্যয়ন করি—( শয়ন ) শ্ৰীন । মদের উপাসনা করা যাক—( সকলের এক এক গেলাস মদ্য হস্তে ধারণ ) প্র, ই । কে বলে নাহিক মুধ অভাগ ধরায়, দেখুক যে আঁখি ধরে গেলাস কানায় । ( মদ্যপান ) দ্ধি, ই ৷ পাহাড়ে পীরিত তব সৗধু বিধুমুখি, সাগর লজিঘয়ে কর স্বামিমন মুখী । ( মদ্যপান ) তৃ, ই । স্বধীরা মদিরা ৰালা অবগুণ্ঠ কাক, এস না উজান যেন দোহাই-ওয়াক ।