পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ১২৩ ভোলা । কল্যে বমি । তৃ, ই । বাবা পিপে খালি কল্লেম, নূতন মাল ভৰ্ত্তি করি— ( মদ্যপান ) চতু, ই । ৰিলাসিনী দস্তবাস চোয়ায়ে চুম্বনে, বারুণী বাহির হলো তরিতে স্থজনে । ( মদ্যপান ) শ্রীন । নীরাকারা মুরা দেবি, লীবরজননী, ৰিনয়নাশিনী তুমি ৰিজ্ঞানদমনী, ভোল ভোল আভাগায় ক্ষতি তাহে নাই, ভোলারে ভুল না মাতা এই ভিক্ষা চাই । ( মদ্যপান ) ভোল। । গঙ্ক, পঙ্ক, ৰাস্ত, মঞ্চ, মিষ্ট সমতুল— বামা-মুখ-চু্যত-মদে প্রফুল্প বকুল । ( মদ্যপান ) প্র, ই । একবার প্রফুল্ল হলে হয় না ? ভোলা । না হে তায় আর কাজ নাই, আমি এখন স্ত্রীর বশীভূত হইচি– শ্রীন । নদেরচাদ গেলাস হাতে করে ভাবচিস্ কি— ঠাকুর্দের দাও । তোমার মামা মামীর প্রেমে ক্ষীরোদ মন্থন । নদে । মদের মজাটি গাজা কাটি কচ, কচ - মামীর পীরিতে মামা হ্যাকচ, প্যাকচ, । ( মদ্যপান ) দ্ধি, ই । যথার্থ ই আবাগের বেটা ভূত—তোর মামীর পীরিতের কথা কেমন করে বল্লি ? নদে । যথার্থ কথা বলতে দোষ কি ? ভোলা । যথার্থই হক আর অযথার্থই হক সম্পন্ধবিরুদ্ধ কোন কথা বলতে নাই ; তোমাদের ছেলে কাল থেকে উপদেশ দিচ্চি তা তোমাদের কিছুই জ্ঞান হয় না—“মামীর পীরিত’ বলা তোমার অতিশয় গৰ্হিত হয়েছে— নদে । বাবার জবানি বলিচি— তৃ, ই । বাহৰ বাহবা বেশ সামলে নিয়েচে–নদেরচাদ একটি কম নয়—