পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ა®ხr দীনবন্ধু-গ্রন্থাবলী যোগ । তারাসুন্দরীর কোন কথা বাবা তোমাদের বলেছিলেন ? ক্ষীরে। কিচ্ছ না। যোগ । কোন চিটি তিনি পান নি ? ক্ষীরে । তা বলতে পারি নে—লীলা কিছু শুনেছিলি— লীলা । না বাবা ত এখন আমায় কোন চিটি দেখতে দেন না । শার । কোন তার বউ ? ক্ষীরো। অামার বড় ননদ ; এরা যখন কাশীতে ছিলেন, একজন হিন্দুস্থানী দাসী তারাকে চুরি করে নিয়ে গেচ্‌লো । যোগ। লীলা তুমি মেঘনাদবধ কাব্য পড়তে পার ? লীলা । পারি। যোগ। বুঝতে পার ? লীলা । শক্ত শক্ত কথার অর্থ সব লেখা আছে । নেপথ্যে । অরবিন্দ একবার বাইরে এস, বাবুরা তোমায় দেখতে এসেচেন । ক্ষীরে। তারার কথা কি বলছিলে যে ? যোগ । এসে বলবো । [ সকলের প্রস্থান । দ্বিতীয় গর্ভাঙ্ক কাশীপুর —শারদাসুন্দরীর শয়নঘর। শারদাসুন্দরীর প্রবেশ । শার। ( কারপেট বুনিতে বুনিতে ) সই আমায় ঠাট্ট করে, বলে সয়ার মন ভুলাতে আমি এত ভাল করে এ জুতা জোড়াটা বুনচি—আমায় বল্যেন সিদ্ধেশ্বরের স্ত্রী যেমন ফুল