পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী రివ তুলেচে তেমনি ফুল তুলে দিতে—যা হয়েচে ই দেখে কত আমোদ করেচে—উনি যে এ সকল বিষয় নিয়ে আমোদ করবেন তা স্বপ্নেও জানতেম না। সৎসঙ্গে কাশীবাস, নদেরচাদকে ছেড়ে সিদ্ধেশ্বরের সঙ্গে যেই মিশেচেন, ওমনি সব পরিবর্ত হয়েচে—প্রথম থেকে স্বভাব ভাল, কেবল নদে পোড়াকপালে এত দিন মজয়েছিল—রাজলক্ষ্মীর চাইতে আমার ফুলের রং ভাল ফলেচে—সিদ্ধেশ্বর তা কখন বলতে দেবে না —সে বলে রাজলক্ষ্মী যা করে তা সৰ্ব্বাপেক্ষ ভাল হয়— লীলাবতীর প্রবেশ । লীলা । কি সই কি কচ্চো ? শার। ও ভাই সেই জুতা জোড়াটা বুন্‌চি । লীলা । মাইরি সই মিছে কথা কয়ে না—ও ত জুত । न: । শার । জুত নয় তবে কি ? লীলা । ভাতার ধরা ফাদ—যখন ওমনি ধরা দিয়েচে তখন আর ফণদে আবশ্যক কি ? শার। তুই আর ব্যাখ্যানা করিস নে সই, আমি এই তুলে রাখলেম । লীলা । সই তুলিস নে, ফাদ পেতে রাখ, তোর ভাতারে ভাতারে ধুলপরিমাণ হবে। শার। এই বার একটি ধরে তোকে দেব । লীলা । ধরা পড়েই যদি ধরে বসে ? শার । তুই আইবুড়ে থাকুবি । - লীলা । সই আজ আমি চমৎকার স্বপ্ন দেখিচি । শার। যেন ললিতের কোলে বসে রইচিস, না ? লীল। । মাইরি সই উত্তম স্বপ্ন । শার। বল দেখি ।