পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুশীলন প্রথম অধ্যায়।-দুঃখ কি ? গুরু। বাচস্পতি মহাশয়ের সম্বাদ কি ? তার পীড়া কি সারিয়াছে ? শিষ্য। তিনি ত কালী গেলেন। গুরু। কবে আসিবেন ? শিষ্য। আর আসিবেন না। একবারে দেশত্যাগী হইলেন। গুরু। কেন ? শিষ্য। কি মুখে আর থাকিবেন ? গুরু। দুঃখ কি ? শিষ্য। সবই দুঃখ-দুঃখের বাকি কি ? আপনাকে বলিতে শুনিয়াছি ধৰ্ম্মেই মুখ। কিন্তু বাচস্পতি মহাশয় পরম ধাৰ্ম্মিক ব্যক্তি, ইহা সৰ্ব্ববাদিসম্মত। অথচ তাহার মত দুঃখীও আর কেহ নাই, ইহাও সৰ্ব্ববাদিসম্মত। গুরু। হয় তার কোন দুঃখ নাই, নয় তিনি ধাৰ্ম্মিক নন। শিষ্য। র্তার কোন দুঃখ নাই ? সে কি কথা ? তিনি চিরদরিদ্র, অন্ন চলে না। তার পর এই কঠিন রোগে ক্লিষ্ট, আবার গৃহদাহ হইয়া গেল। আবার দুঃখ কাহাকে বলে ? গুরু। তিনি ধাৰ্ম্মিক নহেন। শিষ্য । সে কি ? আপনি কি বলেন যে, এই দারিদ্র্য, গৃহদাহ, রোগ এ সকলই অধৰ্ম্মের ফল ? গুরু। তা বলি । শিষ্য। পূৰ্ব্বজন্মের ? গুরু। পূৰ্ব্বজন্মের কথায় কাজ কি ? ইহজন্মের অধৰ্ম্মের ফল।