পাতা:নদী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অবনীন্দ্রনাথ ঠাকুর -কর্তৃক অলংকৃত পৃষ্ঠা-সহ নদী পুস্তকাকারে প্রকাশিত হল।

 ১৩০২ বঙ্গান্বের ২ মাঘ গ্রস্থাকারে নদী প্রকাশিত হয়। সম্ভবত এর অব্যবহিত পরেই গ্রন্থটির মুদ্রিত পৃষ্ঠার উপর অবনীন্দ্রনাথ এই চিত্রগুলি অস্কিত করেন— তখন তার শিল্পীজীবনের প্রথম পর্ব।

 পরে মোহিতচন্দ্র সেন -সম্পাদিত কাব্য-গরস্থাবলীর অন্তর্গত শিশু গ্রন্থে (১৩১০) কবিতাটি সংকলিত হয়। তদবধি স্বতন্ত্র শিশু গ্রন্থের অন্তর্ভুক্ত আছে।

 অলংকৃত পৃষ্ঠাগুলি মোহনলাল গঙ্গোপাধ্যায় ও শ্রীশোভনলাল গঙ্গোপাধ্যায়ের সৌজন্যে প্রাপ্ত; ১৩৬১ বঙ্গাব্বের শারদীয়া আনন্দবাজার পত্রিকায় চিত্রালংকৃত পৃষ্ঠাগুলি-সহ সম্পূর্ণ নদী কবিতা প্রথম প্রকাশিত হয়। স্বতন্্রমুদ্রিত চিত্রগুলি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী -কর্তৃক অঙ্কিত এবং রবীন্দ্রভারত্বী সমিতির সৌজণ্টে প্রাপ্ত; এই চিত্রগুলি বিশ্বভারতী পত্রিকার কাণ্ডিকপৌষ ১৩৭০ সংখ্যায় পূর্বে প্রকাশিত।

 বৈশাখ ১৩৭১