পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য ఫి 8 ఫి দেশ, কাল, কর্তমতে অদৃষ্ট নরের অলক্ষিতে সঞ্চালন করে অহরহ নাহি জানি নাহি জানি মানস জগৎ .–ছজ্ঞেয় তাহার ক্রীড়া —করে রূপান্তর কত মতে ; কত মতে অনন্ত স্বষ্টির অনন্ত অজ্ঞেয়-নীতি করে বিলোড়িত মানব অদৃষ্ট সিন্ধু ; করে সঞ্চালিত কোন মতে, কোন পথে । নীর-বিম্ব নর কেমনে গঠিবে সেই সিন্ধু পরিণাম । একক—একক আমি নহি ভগবন । যাহার সহায় স্রষ্ট, বিষ্ণু বিশ্বরূপ,— নারায়ণ -একক সে নহে কদাচন । আমি কে মহর্ষি ? আমি-আমরা সকল,— জগৎ—ওঁহা, অংশ । তার অবতার ! সেই হং, আমি নারায়ণ একক ত’নহি আমি একত্ব র্তাহার। সৰ্ব্বভূতময় আমি, আমি সৰ্ব্বপ্রাণী, আমি বিশ্বরূপ ! অামার সে বিশ্বরূপ, দেখ ভগবন ! দেখ ধনঞ্জয় ! দেখ ওই মহাশূন্যে বিশ্ব-পদ্মে বিশ্বন থ ! দেখ শতদল,— শত গ্রহ, উপগ্রহ, সবিতৃমণ্ডল । বিশ্ব-পদ্ম-ব্যাপী দেখ মম অধিষ্ঠাম । বিশ্বের জীবন আমি, মামাতে জীবিত চরাচর ; জন্ম, মৃত্যু, স্থিতি-রূপান্তর। নহি ব্ৰহ্মা, নহি রুদ্র, আমি ক্রীড়াবান ! • একমেবাদ্বিতীaং—আমি ভগবান ।