পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। X o Z) ততইঅসুখ মনে, বাড়িতেছে প্রতিক্ষণে, কেন পড়িলাম আহা ! একি পরমাদ ! ভাগ্যগুণে সকলি কি ঘটে বিপরীত ? >? ভারতের ইতিহাস, শোকের সাগর, কেন পড়িলাম ; আমি কেন পাইলাম আপনার পরিচয় ; আর্য্যবংশ-কীৰ্ত্তিচয় কেন দেখিলাম, আই ! কেন জন্মিলাম স্বাধীন বংশেতে মোরা অধীন পামর ? "ל כי বল মা ভারতভূমি বল না আমায়, কোথায় তোমার সেই বীর পুত্ৰগণ ? যাহাঁদ্রের কীৰ্ত্তিবলে, তব নাম ধরাতলে, পূজ্যতম ছিল যেন অমরভবন, সে সকল পুত্ৰ তব বল না কোথায় ? 'సి তাদের সন্তান কিগে। আমরা সকল ! আমার দুৰ্ব্বল ক্ষীয় পাপিষ্ঠ হৃদয় । জননি ভারত-ভূমি, বীর-প্ৰসবিনী তুমি, কেমনে পুষিলে হেন ক্ষীণ জীবচয়, শুকের কোঠরে যত সালিকের দল ? २० কোথায় তোমার সব দুল্লভ ভূষণ, মুকুতা, প্রবাল, হীরা, সুবর্ণভাণ্ডার ঃ কোথায় সে কহিনুর, .কোথায় দরিয়াকুর, , কোথায় প্রাচীরমালা, আলোক-আগার, রত্ন শিখি-রাজসন কোথায় এখন ?