পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিমা । Y 8? २ লও গ্লাস করে লও সমুদয় ।

  • -বিজয়নগর-অধিপতি-জয়,”—

গাও এক স্বরে; গাও বন্ধুচয়,— “জয় জয় কাশীনরেশের জয়” । vg) হাসে বারাণসী, নীচে ভাগীরথী, মলয়মারুত দেয় প্রেমারতি, ' • বসন্তের রাজা, রাণী আজি রতি, বুড় মঙ্গলেতে স্বরা ভাগীরথী । 8 ঢাল বাণ্ডি ঢাল, দূর কর সেরি, লও গ্রাস করে নাহি সহে দেরি, বাহৰ বাহল এই কি গো হেরি অগ্নিময়ী আজি স্রোতকুলেশ্বরী ! & বুঝি যত মুখ ধেনোমাতাল, জাহ্নবীর জলে দিয়াছে অনল; হবে আমাদের জলের অকাল, ঢাল ব্রাত্তি ঢাল, দ্রুত হস্তে ঢাল । این ۹ কিবা শোভা আলো তরঙ্গে নাচিয়া, প্রতিবিম্বে শত সহস্ৰ হইয়া ; * যেন একখণ্ড আকাশ খসিয়া, বারাণসীঘাটে রয়েছে ভাসিয়া ।