পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 2\) ఫి ఫి “উদ্ধে উমাপতি বৃষভবাহন, নিমজ্জিত দেব তপস্তাসাগরে ; অনাদি, অনন্ত, স্বষ্টির কারণ, স্বষ্টি, স্থিতি, লয় ভাবি’ছে’ অস্তরে । মরি কি প্রতিম! —অনন্ত শকতি, অনন্ত বীরতা, অনন্ত বিভব, বিদ্যা, বুদ্ধি, রূপ, প্রেম, যোগরতি, একাধারে, মরি, পরিপূর্ণ সব ! e ఫిలి

  • এইরূপে আজি বৎসর অন্তরে,

আসি’ছেন উমা দেখিতে তোমায় ; উঠ, গিরিরাজ ! এইরূপে প’ড়ে, আর কত কাল রহিবে মৃচ্ছরি ? উঠ, গিরিরাজ ! এই চন্দ্ৰণলোকে, উমার প্রতিমা দেখ একবার, কে আছে জগতে, সুখে, দুঃখে, শোকে, এই রূপে চিত্ত জুড়া’বে না যা’র ? $ 3 -আহা মরি, কিবা স্বৰ্গীয় সঙ্গীতে, নন্দন-সৌরভে, সুরভি সমীরে নামিছে প্রতিমা ধীরে অবনীতে, যেন উল্কাথও নামিতেছে ধীরে । স্বর্গে দেবগণ দেয় জয়ধ্বনি, নক্ষত্র, তারকা করে বরিষণ, মর্ত্যে মহোৎসবে ভাসি’ছে অবনী, উঠিছে গগনে আনন্দ-নিষ্কণ !