পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ఆల >br “কত সাধ তব শুনি সমাচার,— কিন্তু অভাগীরে কে দিবে বলিয়া ? আপনি আচল ; জনক তোমার অচল-ঈশ্বর ; গগন ব্যাপিয়া মহামহীরুহ তব ভ্রাতৃগণ, অচল, তাটল ;–পড়িবে ভাঙ্গিয়া ভীম উৎপীড়নে, তথাপি কখন একপদ তা’র যা”বে না সরিয়া । ఫిసి গু-ভগ্নীগণ তব কোমলা বল্লরী, না পারে দাড়া”তে আশ্রয় বিহনে = হেন অবলারে বল না, শঙ্করি, এত দূরপথে পাঠাই কেমনে ? তব অকুশল জানি অসম্ভব, জানি তুমি সৰ্ব্বমঙ্গল আপনি, তবু অভাগীর পরাণ নীরব না ে —ম’র মন,—দিবস রজনী 는 “কি দুঃখে, মা, তোর মেনকা গৰ্ত্তিণী থাকে ? ও মা তত্ত্ব না লও তাহার, মহামায়া তুমি, কিন্তু, ত্রিনয়নি, মা’র প্রতি মায়া নাহি, মা, তোমার । কি দুঃখে যে বঁাচে জননী তোমার, বলিব কেমনে ? যায় নাহি প্রাণ শিখরী বলিয়া,—তাহাতে আবার চাপা আছে বুকে কঠিন পাষাণ ।