পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సా8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ૨૨ ওই আকাশের নীলিমা মতন, দুঃখই জীবন স্থিতি ও বিস্তার ; সুখ যাহ! বল, বিছ্যুৎ যেমন, বাড়ায় দ্বিগুণ নীলিমা তাহর । S) ওই নরপতি বসে সিংহাসনে, মাথায় মুকুট, রাজদও করে ; গুই যে ভিক্ষুক অবসন্ন মনে ;– উভয় সমান অসুখী অন্তরে ;– >8 ভারতম্য এই—ফুধায়, তৃষ্ণায়, ভুলিবে দরিদ্র, নিশীথে নিদ্রায় ; কত নরপতি সে সময়ে, হায় ! নীরবে ভিজা’বে অশ্রতে শয্যায় ! 3 { আজি সিংহাসনে—ধরার ঈশ্বর, কালি রণাঙ্গনে—করেতে শৃঙ্খল ; গত ফ্রেঞ্চপতি,—‘সিডন’-সমর স্মরি’ কার নাহি ঝরে অশ্রুজল ?

নাহি রাজ্যে সুখ ;–নাহি সুখ ধনে ; ধনে ধন-তৃষা বাড়ে নিরস্তর ; চাতকের মত শত বরিষণে,— কোথা মুখ —শুধু তৃষ্ণায় কাতর !