পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f২ ১৬ নবীনচন্দ্রের এস্থাবলী । কলকল্লোলিনী,—কুলবিপ্লবিনী ? আসিলে বসন্ত গোলাপের সনে ফুটে না কুফুল, কুমম-কাননে ? গায় না কি কাক কোকিলের সনে ? ·ථා হয়, এই জড় অজড় জগতে, কে বল নীরব ? গাইছে সকল । গৰ্জি’ছে জলধি, মন্দ্রি’ছে জীমূত, ডাকে পশু গায় বিহঙ্গ-নিকর । আমি নর কেন নীরবে থাকিব ? গাইব না কেন ?—অবশু গাইব । 8 "গাও তুমি ; কিন্তু শুনিবে না কেহ, ঋষভ-কণ্ঠের নিৰ্ঘোষ তোমার” – বলিতেছ তুমি ? শুনিও না তুমি সঙ্গীত আমার । ডমরু-নিনাদে নাচিবে ভুজঙ্গ ফণা আস্ফালিয়া ; পশিবে মধুক সভয়ে বিবরে । 砂 মন্দ্রিলে জীমূত ; ঘোর গরজনে গায় গিরি ; নাচে গায় পারাবার ; হাসে “বিদ্যুদাম ঝলকে ঝলকে” , সে রণ-সঙ্গীতে, মরি, হাসি পায়,— ফুলি অভিমানে উড়া’য়ে পেথম, নাচে সগরবে নিল্পজ শিখিনী । §