পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 8) q ভাবিতেছি,— ক ভাবনা ? কেন ভাবি ? কাহার কারণ ? দেখি নাই ষ’রে, তা’র ভাবনা কেমন ? যেমন সাধকবর, পাইতে অভীষ্ট-বর, ভাবে বরদার রূপ, অদৃশু মূৰ্বতি, ভাবিতেছিলাম বুঝি আমিও তেমতি ? ty ভাবিতেছি,— · মানব-শ্মশানে বলি কল্পনা-তাপসী করিতেছে মহাধ্যান ; শঙ্কা-পাপীয়সী অপদেবতার মত, বিভীষিকা কত শত, করিতেছে প্রদর্শন ; আশ্বাস প্রদান কেবল করি’ছে আশা, তপস্তার প্রাণ । సి ভাবিতেছি”— আর না, ভাবনা-স্রোত বহিল উজান ; দেখিলাম, দেখিব কি আর ? দেখিলাম অন্ধকার ভাগ করি, কসিত সুবর্ণ তরী, ’ রূপের তরঙ্গ তুলি, আসিছে ভাসিয়া, শীতরশ্মি উল্কালত আসিছে ছুটিয়া ।

  • * মুক্তকেশ, অন্ধকারে অন্ধকার, কটি-বিলম্বিত,—

চিকুরপ্রপাত কৃষ্ণ, ঘন, রাশীকৃত ;