পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8b" নবীনচঞ্জের গ্রন্থাবলী । সেইরূপ আজি বঙ্গবাসি-মন ৷ একানন্দ-স্রোতে হইয়া বিলয় বহি’ছে স্বরগ-পথে ; বঙ্গদেশ আজি ধরাতলে প্রীতি-পারাবার। পবিত্ৰ নিৰ্ম্মল—প্রত্যেক বাঙ্গালী উৰ্ম্মিমাত্র তা’র । এমন সময়ে বসি একাকিনী, সজলনয়ন কে তুমি, রমণি ? কেন বিশ্বপ্লবী আনন্দ-প্রবাহ পশিল না তব কোমল হৃদয়ে ? তুলিল না তাহে একটী হিল্লোল ? হেন সৌরকর নাহি পশে যে হৃদয়ে, নাহি জানি, হায় ! গে হৃদয় অরণ্য কেমন । বাজিতেছে ষেই আনন্দ-সঙ্গীত বঙ্গ-চিত্ত-ষন্ত্রে কাদাইল কেন তোমার হৃদয় বীণা ? তোল মুখ,— বল না, কে তুমি ? বিষাদে নিশ্বাসি’ তুলিল বদন বামা ; দেখিলাম— বঙ্গের দুঃখিনী বিধবা রমণী ।