পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミQ・ミ নবীনচন্দ্রের গ্রন্থাবলী 8 আবার কি আনিয়াছ ?—নাহি বুঝি নাম “মহাজন পদাবলী”রাধাকৃষ্ণ ঢলঢলি ! “পায় রণিক তরঙ্গেতে’ ভাসিয়া বেড়ায়, । বিদ্যাপতি, চণ্ডীদাস ;-টিকি থাকা দায় ! 歌 ওকি পুনঃ ?—ব্রজঙ্গিনা ” ডিটো । ছাই পাশ “যে যাহারে ভালবাসে, সে যাইবে তা’র পাশে—” • তাহাতে কি যায় আসে সভ্য বাঙ্গালার ? , কবির কবরে পোত ব্ৰজাঙ্গনা র্তী’ল ! وي পতির বিরহে বামা কঁদে বনে বনে – নাহি আর সেই দিন, সভ্য বঙ্গ সৰ্ব্বাঙ্গীন, এবে বিরহিণী ভীম পতি-প্রতীক্ষায়, সম্মার্জনী-করে বসে ছয়রি-গোড়ায় ।

আবার ?—”কবিতাবলী !”—হ,—ন,— ভাল,—দেখি *Rફ “বঙ্গদর্শনের কবি - "বারের” উন্নত রবি, মাইকেলের ওয়ারিস, – ডিকি “দর্শনের”— র্তার কথা ? বুঝি,—আচ্ছা, দেখা যাবে ফের ।