পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.*8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বাম কণ্ঠ সুললিত, প্রণয়পুরিত গীত, উদাস সংসারে } কখন গৰ্জ্জিতেছিল, অভিমানে ঝঙ্কারিয়া, কখন কঁদিতেছিল, বিরহেতে উচ্ছসিয়া ; 8 বিরাজে চঞ্চল তারে,—বসন্ত, শপত, ষড় ঋতুগণ ; পিককণ্ঠ বসত্তের, মেঘমন্দ্র শরতের ; নিদাঘ-দাহন ; } ঘন বরিষার ধারা ; শিশিরের কুজ ঝটিকা ; কতু নন্দনের শোভা ; কহু শুষ্ক মরীচিকা । 較 gt হৃদয়ের কত ভাব, সেই কলকণ্ঠে উঠিল জাগিয়া;-- সুথের শৈশব কাল, কখন পড়িল মনে ; উঠিল ৰাচিয়া মৃত স্বতি, সেই স্রোতে বহে প্রতিবিশ্বি’, হাং স্বগীয় জননী-মুখ, জনকেপু প্রতিমায় 纷 ويلا শিয়রে করুণাময়ী, জননীরূপিণী, বসিয়া অাদরে ; স্নেহসিক্ত করপদ্ম বুলাইতেছিল। মাতা মম কলেবরে"। স্বর্গভ্রষ্ট পারিজাত, মুকুমার শিশুগণ, মুখমাখ ছাই পাশ করিতেছে বরিষণ ! আর কি দেখিব সেই দৃপ্ত মনোহর— পবিত্ৰ নিৰ্ম্মল !