পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

奪 ২৭৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আগমনী । > আইস, প্রতু আইস চট্টলে । বহুদিন অভাগিনী দেখে নাই, ৰূপমণি রাজার পবিত্র মূৰ্ত্তি—দেবতা ভূতলে । হেন রাজদরশন, রাজপদ পরশন, পা’ব আজি নাহি জানি কোন পুণ্যবলে । আইস, বঙ্গের প্রভু’ আইস চট্টলে ।

  • না জানি কি পাপে, হায় ! নিদারুণ বিধাতায়ু লিখিয়াছে এত দুঃখ কপালে আমার ;–

পৰ্ব্বত চাপিয়া বুকে, অনন্ত সিন্ধুর মুখে, রাখিয়াছে, অবিশ্রাম অনন্ত প্ৰহারে, প্রহরে তরঙ্গমালা গর্জিয়া আমারে । N) ততোধিক, নৃপবর ! জলিতেছে নিরস্তর, হয় রে, কুকের মাঝে জলন্ত অনল – বাড়বেতে’ স্থস্থঙ্কর, ‘লবণখো মহামার,