পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বুঝিলাম ভালবাস, মা ! অ'মায়, আমিও যে বাসি প 1ণ ভ’রে । সোণার পুতুলী, আদর-লহরী, কেন মা ! দাড়া’য়ে ভূতলে, বল ? নন্দনের ফুল কেন গড়াগড়ি প্রাঙ্গণে ? চল, মা ! ঘরেতে চল ।” কেন ভালবাসি ? $ কি দিব উত্তর ? আমি কেন ভালবাসি ? আজি পারাবার সম, হয়, ভালবাসা মম, কেন উপজিল সিদ্ধ, এই অজুরাশি, কে দলিবে ? কে বলিবে, কেন ভালবাসি ? & অনস্ত অতল সিন্ধু !—পশি বারি-তলে, কেমনে বলিব বল, কোথা হ’তে নিরমল, বহিল সে ক্ষুদ্রস্রোত, পরিণাম যPর, আজি, প্রিয়তমে, এই প্রেম-পারাবার ? ষে তরু অনন্তছীয়া হৃদয় অামার করিয়াছে, আজি প্রিয়ে ! কেমনে চিরিয়ে হিয়ে,