পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 yo নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কিন্তু ওকি সহচরি ? সমাধির তলে ? ওই শষ্যার উপরে ?—মুমূর্ষ এন্টনি ! চাহিলাম ঝাপ দিতে শয্যার উপরে, তুমি ধরিলে অমনি ; তুলিলাম নাথে সমাধি উপরে, হায় ! সমাধি উপরে ! এই ছিল লেখা সখি ! কপালে আমার, ” কে জানিত ! প্রাণনাথ বলিলা আমারেসেই স্বর প্রিয়সখি ; অস্ফুট ছৰ্ব্বল – মৈশরি ; ভবের লীলা ফুরাইল আজি এণ্টনির ; পৃথিবীতে প্রেয়সি । আমার আর নাহি প্রয়োজন ; ফুরাইল কাল, আমি যাই অস্তাচলে। এই অস্ত্র-লেখা প্রিয়ে হৃদয়ে আমার, নহে শত্রু দত্ত : হেন সাধ্য কার ? নাহি এই ভূমণ্ডলে এণ্টনি বিজয়ী,—বিনে ক্লিওপেট্রা,-আজি 负 এণ্টনির করে প্রিয়ে ! আহত এণ্টাম । আসিয়াছি, শেষ সুরাপাত্র করি পান তব সনে, প্রণয়িনি। লইতে বিদায় ; দেও, প্রিয়তমে ! যাই—বিদায়-চুম্বন’ । “স্বর,করিলাম পান, চুম্বিয় চুম্বন : শুনিমু অস্ফুট স্বরে, জন্মের মতন‘ক্লিও—পেট্র –প্রণ–য়ি—নী ’ “প্রাণনাথ ! আমি ক্লিওপেট্র অভাগিনী —বলি উচ্চৈঃস্বপে, আ টিয়া হৃদেশে সখি ! ধরিমু হৃদয়ে । , দেখিলাম ক্রমে ক্রমে যুগল-নয়ন—