পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । > “মহারাষ্ট্রজাতি,—নিদ্রাতেও যার : শিয়রে তুরঙ্গ কটবন্ধে অসি; হলো অস্তমিত বিক্রমে যাহার, মোগলের বিশ্বত্রাস "অৰ্দ্ধ-শশী !” শেষ পাণিপথে’ ‘এসাই’ সমরে স্বাধীনতা তরে মত্ত সিংহপ্রায় যুঝিল যে জাতি প্রাণপণ করে, যুবরাজ ! আজি সে জাতি কোথায় ?

있는

  • একপদ আর ;—সম্মুখে পঞ্জাব’ বীরপ্রসবিনী, "সিখের’ জননী ; “চিলেনোয়ালায় যাহার প্রভাব, দেখিলা বৃটিশকেশরী আপনি । ‘সিপাহি-বিদ্রোহে ভারতকলঙ্ক প্রক্ষালিল যারা শোণিত ধরায়, সেই "সিথ’ জাতি—বীরের আতঙ্ক । যুবরাজ ।--আজি সে জাতি কোথায় ?

శిలీ “আজি সে জাতির ভস্মরাশি হয় । সিন্ধু জাহ্নবীর নৰ্ম্মদীর তীরে পড়ে আছে ; ক্রমে বিধির ইচ্ছায় হইবে বিলীন কলসিন্ধু নীরে । আজি ভস্মময় ভারত-হৃদয়, একটি ধমনী নাহি চলে তার,