পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের সুস্থাবলী । سیارہ ہSہ যুবক যুবতী দুই, যেন চিত্রপটে । শিশিরের চন্দ্রলোক, বিষাদের হাসি, হাসিছে বিষাদ হাসি, তটিনীর নীরে : দুই পাশ্বে ঝাউ শ্রেণী দাড়াইয়া তীরে, গাইছে বিষাদ-গীত, অতি ধীরে ধীরে • একটা কুসুম-দশম-বিহবল যুবার, চই করে চাপি বক্ষে, রয়েছে চাহিয়া নৈশ নীলাম্বর পানে । বামে সীমস্তিনী প্রসারি দক্ষিণ কর, প্রয়েছে বসিয়া,-- প্রত্যাখান-মুখী বাম । বহুক্ষণ পরে যুবক ফুলের মালা করিয়া মোচন, $ চাপিয়া একটা ফুল প্রসারিত করে, কহিল কাতর কণ্ঠে,—“এই নেও তৰে, নিশ্চয় যদ্যপি মালা ফিরাইয়া লবে । না জানি, হায় রে ; এই জ্যোৎস্নার সনে কি সম্বন্ধ জীবনের ! কত সুখ, কত হাশা, কত ভালবাসা, শোক দুঃখ কত রয়েছে মিশিয়া চন্দ্র কৌমুদীর মত । কত দিন কত বর্ষ -এমন নিশীথে ; এমন চাদের আলো ; এমন দেখিতে মনোহর ; কিন্তু নহে এমন মলিন ; এমন বিষ৪ ;—মনে আছে ত সে দিন ? কুটিল সংসারছায়া হৃদয় আমার পড়ে নাই, ছিল চিত্ত দর্পণ আকার— স্বচ্ছ নির্মল শোভা । সে দিন প্রথম, দর্পণে একটা ছায়া হইল, পতন ।