পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ર છે প্রাণনাথ ! অশ্রুবারি পড়ি ধরাতলে, শোভিছে শিশিরসম দুৰ্ব্বার আগায় । আর কত বিন্দু নাহি পড়িতে ধরায়, কোথায় উড়িয়া দীর্ঘ নিশ্বাসের বলে যাইতেছে নাহি জানি ; হেন মনে লয় পতির উদ্বুেশ তারা করিছে গমন । নিরেট, পাষাণময় হার হৃদয়, নয়নের জলে সে কি দ্রবিবে কখন ? २९ কেমনে হৃদয়নাথ ! জীবনজীবন 象 উলিয়া রয়েছ এই দুঃখিনী তোমার ? কেড়ে নিয়ে অবলার পরিণয়হার, কেমনে বিস্মৃতি-জলে দিলে বিসর্জন ? কেমনে কাটিয়া দৃঢ় উদ্বাহ-বন্ধন শুকাইলে দুঃখিনীর সুখ-প্রবাহিণী ? কেমনে ভুলিলে তব বিগত জীবন, বিগত প্রমোদক্রীড়া, প্রণয়কাহিনী ? శి\s এক দিন, হায় নাথ ! পড়ে কি হে মনে সেই দিনে ? এক দিন নিঝরিণীপাশে, যথায় নির্গত বারি কৃষিতে সস্তাষে ভাসায়ে প্রণালি-শিলাস্কটিকজীবনে, বসিয়াছিলাম নাথ ! শীতল ছায়ায় ; মধ্যাহ্নরবির করে, সলিলশীকরু, পতিত হইতে ছিল ইন্দ্ৰধন্থ প্রায়, বিকাশি কিরণছট, মরি, কি মুন্দর ।