পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ミや নবীনচন্দ্রের গ্রন্থাবলী i . - ·Ag . - “এই কালে এত বিষ –পূর্ণকলেবর হবে যবে এ ভুজঙ্গ, না জানি তখন হ’বে কিবা ভয়ঙ্কর তীব্র বিষধর । নাশিবে নিশ্বাসে কত মানব- ! সকালে সকালে যদি না কর বিনাশ, কিংবা বিষদন্ত নাহি কর উৎপাটন, কিছু পরে কার সাধ্য সহিবে নিশ্বাস, বঙ্গসিংহাসন হ’তে ঘুচাবে বেষ্টন ? নির্মীলিত নেত্রে থাকা আর শ্রেয় নয় সিংহাসনচ্যুত হবে কিসে ছরাশয়, II

  • চিস্ত সহপায়। মম এই অভিপ্রায়— সহৃদয় ইংরেজের লইয়া আশ্রয় , রাজ্যভ্রষ্ট করি এই হ্রস্ত যুবায়, ( কত দিনে বিধি বঙ্গে হইবে সদয় । ) সৈন্তাধ্যক্ষ সাধু মিরজাফরের করে সমপি এ রাজ্যভার । তা হ’লে নিশ্চয় নিদ্রা যাবে বঙ্গবাসী নির্ভয় অন্তরে ; হইবে সমস্ত রাজ্য শাস্তি-মুধামন্থ।” নীরবিলা নৃপমণি, উঠিল কঁপিয়া তুরু কুরু করি মিরজাফরের হিয়া ।

vé আরম্ভিল ক্ষত্র, ‘५ब्रगे-बेचब', সম্বোধিয়া ধীরে রাজনগর-ঈশ্বরে .