পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। 있3 “একই ভরসা মিরজাফর যবন। যবনের যেইরূপ ভীরু প্রবঞ্চক, ইহাদের সন্ধিপত্রে বিশ্বাস স্থাপন করি কোন মতে ? যেন ভীষণ তক্ষক আছে পাপী উমিচাদ, ফণা আস্ফালিয়া । যেই মহামস্ত্রে মুগ্ধ করিয়াছি তারে যদি সে জানিতে পারে, ক্রোধে গরজিয়া একই নিশ্বাসে পাপী নাশিবে সবারে । নর-রক্তে সন্ধিপত্র হবে প্রক্ষালিত, অন্ধকূপ-হত্যা পুনঃ হবে অভিনীত । ૨& “যদি প্রভরণা মিরজাফরের মঙ্গে থাকে,—এখনও নাহি চিহ্ন মাত্র তার— যদি এই সন্ধি মিরজাফরের সনে হয় দুষ্ট নবাবের ষড়যন্ত্র সার ; সসৈন্ত সমরক্ষেত্রে না মিশিয়া যদি, পশে সেনাপতি নিজে সন্মুখ সমরে তবেই ত বিপদের না রবে অবধি, পড়িব পতঙ্গ যেন অনল ভিতরে। এই স্বল্প সেনা লয়ে কি হইবে তৰে । ভেলায় ভরসা করি ভাসিয়া অর্ণবে २५ “শুধু পরাজয় নহে, তাহার কারণ নাহি ভাবি, নাহি ডরি কালের কবল --