পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8な* বেগবতী স্রোতস্বতী ভৈরব গর্জনে, সলিল সঞ্চয় করি, যায় ভীম বেগ ধরি, প্রতিকুল শৈল প্রতি তাড়িত-গমনে iথবা ক্ষুধার্ত বাস্ত্র, কুরঙ্গ কাননে করে যদি দরশন, দলি গুল্ম-লতা-বন, ছুটে বেগে মৃগ আক্রমণে। $ to তেমতি নবাব-সৈন্য বীর অনুপম, অস্ত্ৰবন লক্ষ্য করি, এক স্রোতে অস্ত্র ধরি, ছুটিল সকলে যেন কালাস্তক যম ।

  • >

অকস্মাৎ একবারে শতেক কামান, করিল অনলবৃষ্টি, ভীষণ সংহার-দৃষ্টি ! কত শ্বেত যোদ্ধা তাহে হ’ল তিরোধান । ১২ : অস্ত্রাঘাতে স্বপ্তোখিত শাৰ্দ্দলের প্রায়, ক্লাইব নির্ভয়-মন, করি রশ্মি আকর্ষণ, আসিল তুরঙ্গে পরে রক্ষিতে সেনায় ।