পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । অস্তাচল হ’ত খ্যাত উদয়-অচলে । সে বীরঙ্গতির এই দৃঢ় সিংহাসন, ছিল পঞ্চশত বর্ষ হিমাদ্রি মতন অচল, আটল, রাজনৈতিক-সাগরে। কে জানিত আঙ্গি তাহা হইবে পতন বাঙ্গালীর মন্ত্রণায়, বণিকের করে.? কিংলা ভাগ্যদোষে যদি বিধি হয় বাম, শেলপাত বাজে বুকে শেলের সমান । ミ* “পঞ্চশত বর্ষ পূৰ্ব্বে ষে জাতি হুৰ্ব্বার, বিক্রমে ভারতরাজ্য করিল স্থাপন ; তাহীদের সস্তান কি যত কুলাঙ্গার, হারাইল আজি যারা সেই সিংহাসন ? ছিল যেই জাতি শ্রেষ্ঠ শৌর্য্য বীৰ্য্যে রত, সদা তরবারি করে, সদা রণস্থলে ; সেই জাতি এবে মগ্ন বিলাসে সতত ; ঝুলিতেছে দিবানিশি রমণী-অঞ্চলে । কিছুদিন পরে আর,—বিধির বিধান,— ক্রীড়াপটে বিরাজিবে মোগল পাঠান ! ২৩ "অথর অভাগাদেরে দোষী অকারণ ; দোষী বিধি, দোষী মনভাগিনী ভারত। চিরস্থায়ী কোন রাজ্য ভারতে কখন হইবে না, চিরস্থির নক্ষত্র যেমত । না জানি কি গুপ্ত বিষ ভারত-সলিলে ভাসে সদা, ৰহে স্নিগ্ধ মলয় পবনে ; Q > *