পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ=সগ-পত্ৰ।

কবিরত্ন স্ত্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অৰ্ঘ্য । আজ মহানদী পয়ার তীরে বসিয় আমার এই কাব্য পানি শেষ করিয়া ভৰিতেছিলাম ইহা কাহার করে অর্পণ করিব । দেখ্রিসাম পদ্মাকে ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্রে পরিণত করিয়া বিশাল সময়শ্ৰেত প্রবাহিত হইতেছে। সেই স্রোতে ভাসিয়া চলিলাম। দেখিতে দেখিতে বিংশতি শতাব্দীর স্বৰ্য্য সেই সময়-সাগরে চুরি। গেল। তখন ফিরিয়া দেখিলাম বঙ্গের অসংখ্য জোনাকী পুশি একে একে নিবিয়া গিয়াছে, কেবল দুই একটি নক্ষত্র মাত্র ইং: অদৃষ্ট-আকাশে জলিতেছে! তাহদের কিরণ যতই সুদূরনঃস্থত হইতেছে, ততই উজ্জ্বলতা বিকীর্ণ করিতেছে। ইহার একটকে ভক্তিভরে অলিবাদন করিয়ু আমি একটী সামান্য উপহার প্রদান করিলাম। বলিতে হইবে কি সেই নক্ষত্রীআপনি ? অামার সেই সামান্ত উপহার—এই রঙ্গমতী ? প্রায় পাঁচ বৎসর হইল রঙ্গমতী লিখিতে আরম্ভ করি । প্রথম তিন সর্গ লিখিয় স্থির করিয়াছিলাম যে ভারতের পূর্বদক্ষিণ প্রান্তস্থিত বিপুল কানন-রাজ্য নয়ন ভরিয়া দেখিয়া কাব্যের অবশিষ্টাংশ লিখিব। কিন্তু কতিপয় বন্ধুর কল্যা৭ে– উহাদের ছায়া অক্ষয় রন্থক – আমার সেই আশা পূর্ণ হইল না। শিক্ষিতাভিমানী বাঙ্গালী-চরিত্রের সেই বৃণিত চিত্র, যাহা আমি চরণে দলিত করিয়াছি, তাহা আপনার সমক্ষে উপস্থিত । পরিব না। নীচতায় এবং বিশ্বাসঘাতকতার ঘূর্ণ চক্ৰে পড়িয়া y చి