পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ● ጫ ጬ "বাছা রে! বাছ রে —করি কাদি উচ্চৈঃস্বরে, চলিল জননী তো ! 'মা মা-বলি তুই ঘোর আর্তনাদ করি’ কাদিতে লাগিলি । বৃথা ধৃত বিহঙ্গিনী নিষাদ পিঞ্জরে ; কাদিতে কঁাদিতে যায় ; মাতৃ হাহাকার গুন, দূরে কাদে বক্ষ-কোটরে শাবক ; ক্ষদিল জননী তো ! কৃদিলি আপনি সেই দিল হতে শেরে, কত যত্নে, কত শষ্টে পালিয়াছি আমি, দেশ দেশান্তরে, দেখিতে কি এক্ট দশ এ বৃদ্ধ বয়সে ? অভাগিনী মাতা তোর ফিরিল না ঘরে, কের বাছনি আর, লইল না বুকে ”— ভীষণ তরঙ্গ এক, ঠেলিয়া সম্মুখে অৰ্দ্ধ স্রোতস্বতী বারি – চঞ্চল পৰ্ব্বতগগু আসিতেছে যেন !—আঘাতি তরণী, অষ্টধা বিদারি’ কাঠ, তুলিয়া আকাশে, নক্ষেপি পাতালে পুনঃ, চলিল হুঙ্কারি । চ ছ শব্দে বা রিরাশি উঠিতে লাগিল শত চিরে । দ্রুতহস্তে বীরেন্দ্র তখন টানিয়া ফেলিলা দূরে অঙ্গের বসন।। পরিধেয় বস্ত্রখানি, সঙ্কোচিত ভাবে কটিতে অষ্টিয়া দৃঢ় – এইরূপে, হায়, ৰুক্ত-সঞ্চালন-যোগ করি কলেবর,— বুলিলা শঙ্করে—“তুমি, স্বধৃঢ় মুষ্টিতে, পর কটিবাস মম ! স্বল্পবৰি মম পাকিবে নিশ্বাস, কন্তু মরিবে না তুমি।”