পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જન્મ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। এবে ! অপমানে আর দেখাতে বদন অনিচ্ছুক যেন, প্রবি পশিলা কাননে, ধীরে সবিষাদে ! এক খণ্ড কৃষ্ণ মেঘ, সহস্রকিরণ ত্যক্ত অম্বর আসনে, বসিল ; শোভিল দৈত্য বাসববিজয়ী ষেন সুর-সিংহাসনে—ইন্দ্ৰধনু শোভা । *প্রকৃতির এই নীতি ” হয়, মনে মনে ভাবিলা যুবক, “এই কানন-ভিতরে কত হিন্দু-রাজত্বের গৌরব-ভাস্কর হইয়াছে অস্তমিত ! কত রাজ্য, হয়, কালের তরঙ্গাঘাতে হইয়াছে লয়,--- চিহ্নমাত্র নাহি তার ! হায় রে তথায়, এই জলধরন্ধপে, বিরাজিছে এবে • নিবিড় মুন্দর বন-বিপুল বিজন । হতভাগ্য হিন্দুজাতি ! ছিল তোমাদের যথায় প্রাচীন রাজ্য—জগত-বিখ্যাত – এইরূপে আজি তথা বিরাজে, কোথায় শক্ৰ অস্ত্র বন,~~কোথা নিবিড় কানন । তোমরা আমার মত, কাল নদীতীরে ভীষণ সৈকতে পড়ি কাটিতেছ দিন, অনাহারে,—সশঙ্কিত হিংস্ৰ জন্তু ভয়ে ! আত্মরক্ষা হেতু নাই একটা কৃপাণ হতভাগ্য তোমাদের । আমার মতন পশ্চাতে বিপ্লব-নদী, সন্মুখে কানন,— তিমিরে আচ্ছন্ন, আহা ”ি—এমন সময়ে যুবকের পৃষ্ঠে যেন কোমল কুস্থম