পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ७8e অজ্ঞাত বদনে ? তুমি এখনো মূৰ্ছিত ? কি দেখিছ ? রূপ ? ছিছি হাসিবে তোমারে রমণী-জগত আজি । পুরুষের রূপ আবক্ষ ঘোমটা টানি, দেখিলে স্কনারি । নাহি ক্ষতি, সাধবীগণ ক্ষমিত তোমারে । কিন্তু ওই দৃষ্টি তব,—অনাবৃত মুখে, —আমেঘ মুধাংশু যেন চেয়ে ধরাতলে,— অতৃপ্ত নয়নে ! দীর্ঘ ক্লষ্ণপক্ষ পরে চকোরী চাহিয়া যেন সুধাকর পানে । কিংব্র মরুভূমে যেন তৃষ্ণাম কাতর পথিক চাহিয়া হয় ! দূর সরোবর ! চেয়ে অাছে বাম আত্ম-বিশ্বতার মত, যেন কোন পূৰ্ব্বস্থতি হৃদয়ে তাহার । উঠেছে জাগিয়া, তাহে গিয়াছে ভাসিয়া রমণী নয়ন, মন, প্রথম উচ্ছ্বাসে । । কথা অবসরে ষেই তাপস নয়ন চাহিল বামার পানে, নামিল নয়ন রমণীর ধীরে ; যেন অধারি বসুধা স্বধাংশুর কল্প আহা ! নামিল পাতালে । ফুরাইল রমণীর জাগ্ৰত স্বপন । কিন্তু সেই বৃষ্টি যোগী দেখিলা ঈষদে, ভাসিল অপাঙ্গ-কৃষ্ট তাপস হৃদয়ে, অস্তপ্রায় চন্দ্র রশ্মি ভাসে যেই মতে জলধি হৃদয়ে, তমোরাশি আসি যৰে । ঢাকিছে তাহারে। চিন্তু হলো উচ্ছ্বলিত,— ঢাকিল আধারে । রক্ত ভাসিল কপোলে,