পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতা | ఆ:్స 5 বিষাদ বাগিণী সহ নয়নের ধারা বিষাদে বহিতেছিল অধরে, নম্বনে,— ধীরে, অবিরাম ; ধারা মুক্ত, অবারিত ! অ কিয়া কপোল দুই মুগ্ধা রমণীর কখনো দুলিতেছিল মুকুতার মত কপোল সীমায় অশ্রু । কখনো আবার বিফদে ঝরিতেছিল মুকুতার মত, সঙ্গীতের তালে তালে; তানে তানে পুনঃ উচ্ছ্বাসি উঠতেছিল নয়ন নিঝরে নীরৰিল ঘৰে বাম মধুরে র্কাদিয়া, সারিঙ্গী কঁাদিতেছিল উচ্ছ্বসে উচ্ছ্বাসে, কঁপাইয়া কল কণ্ঠ ! রমণীযুগল নীরব মোহিত প্রাণে আকাশ চাহিয়া শুনিতেছে,—মরি যেন হুইটী হৃদয় প্রবেশি সারিঙ্গী যন্ত্রে মরমের ব্যথা কহিছে কাদিয়া ধীরে করুণ লহরী কোমল তরল কণ্ঠে। এ কি ! চমকিল। কুমুমিকা ; বহু উদ্ধ হতে, এ কি বিন্দু ? .ফিরায়ে বদন বাম দেখিলা পশ্চাতে প্রৌঢ় তপস্বিনী এক কাদিছে নীরবে । ঝরেছিল অশ্রু বিন্দু, কুক্ষম হইতে নীহারের বিন্দু যেন কুঙ্কম, অস্তরে, . কঁদে বনদেবী ষবে উষার বিষাদে ! আলিঙ্গিয়া কুমূমিকা ধরিয়া হৃদয়ে, উদাসিনী মুছাইলা নয়ন তাহার, গৈরিক অঞ্চলে ধীরে । কহিলা কি ধীরে,