পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२२. নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কুটিল সংসারণবে তরঙ্গের ক্রীড়া ! কেমনে পাইব কুল, কুল-মতা তুমি, নাহি দেও কুল যদি আকুল সাগরে ? জীবনের যত আশ-একে, একে, একে, যেতেছে ভাসিয়া হায় ! মেতেছি ভাসিয়া, ইচ্ছা-হীন, লক্ষ্য-হীন, ভগ্ন তরী মত । আশার কমল বন, অকুল অর্ণবে, * স্বজি, মায়াময়ি, আজি দেখা দাও দাসে কমল-কামিনীরূপে | অথবা তুলিয়া আকাশে কঙ্কণ তব— অষ্টমীর শশীr— অদৃষ্টের অমাবস্তা কর জ্যোতিৰ্ম্ময়, তুমি জ্যোতিৰ্ম্ময়ী মাতা ! কঙ্কণ-বিভায় বনভূমি রঙ্গমতী কর আলোকিত । দেও শক্তি, দয়াময়ি, ক্ষুদ্র তুলিকায় ! চিত্রিব মা ! চিত্রাতীত সুন্দর কানন । ষষ্ঠ সৰ্গ । গিরি-শেখরে । মধ্যাহ-আতপ-দগ্ধ পথিক যুগল বসিয়া অশ্বথ-পত্র-চন্দ্রাতপ-তলে, জুড়াইছে পথশ্রান্তি । দেখিছে বিস্ময়ে সেই মহা বৃক্ষ শোভা,—প্রকৃতি কেমনে