পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের স্থাবলী । همه مه

  • وې؟،

যখন যে দিকে চাই; কেবল দেখিতে পাই অঙ্কিত তোমার মুখ,-শূন্ত, ধরাতল ! ঝর ঝর নির্ঝরে নিত্য প্রেম গীত ঝরে, অনন্ত প্রেমের কাব্য গগন ভূতলে ! কিংবা বল, প্রাণনাথ । তথায় কি পারিজাত ফুটে ধরতিলে, সে কি নন্দন কানন ? পেয়ে পারিজাত ফুল, দুঃখিনীর আশামূল ছড়িলে কি, ভুলিলে।কি দরিদ্র কুস্থম ? 象 br সব আর কত কলি এই স্থতি-শবুজাল,— প্রবি, শশী, তারা, এই সরসী, কানন ? বাণমুখে অবিরল জলিছে নিরাশানল, কানন-কুসুম কলি ঝরিবে এখন । ఫి এই কালিন্দীর তীরে, এই কালিন্দীর নীরে, “ এই তরুতলে, এই নিবিড় কাননে, '