পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৰীনচন্দ্রের গ্রন্থাবলী । চাহিয়া চাহিয়া বেগে চলিতে লাগিলা । ক্রমে অষ্টমীর সন্ধা ছাইল কানন ; তিমিরে ত্রিশূল ক্রমে গেল মিশাইয়া। বাড়িতে লাগিল নিশি ; বীরেন্দ্র তথন দেখিলা বিস্থিত নেত্রে, তমোরাশি "r ভাসিয়া উঠিল কালী মহাবলেশ্বরী। ,ভীষণ মূরতি তামা ! ঝর ঝর ঝরে সদ্য-ছিন্ন-শির, নর-কর-কাঞ্চী হ’তে, উষ্ণ রুধিরের ধারা । লেলিহান জিম্ব আনন্দে সে রক্তধারা ছিন্নগ্রীব হ’তে করিতেছে পান ; ভীমা হাসে খল পলু স্থঙ্কণী বাহিয়া সপ্ত শোণিতের ধারা ঋরিতেছে ; ঝরিতেছে মুণ্ড-মালা হতে শু মঙ্গে বিজলী-ছটা করিয়া”বিকাশ । কঁাপিল যুবার বুক, বলিলা—“শঙ্কর । দেখ একি ভয়ঙ্কর ” দাড়াইল যুব সত্ৰাসে,+-করাল মূৰ্ত্তি গেল মিশাইয়া । ভ্রমত্তে হাসিয়া যুব চলিলা আবার । অষ্টমীর অন্ধকারে আচ্ছন্ন কানন ; অন্ধকারে বৃক্ষে বৃক্ষ গেছে মিশাইয়া ; কেবল নক্ষত্ররাজি ফুটিয়া আকাশে, কেবল ঝিল্লীর রব ঝঙ্কারি কাননে, স্বষ্টির অস্তিত্ব মাত্র করিছে জ্ঞাপন । জজুর ক্রম্বন-ধ্বনি সেই क्षिझैौ-दार পশিল যুবার কর্ণে। চমকি শঙ্করে বলিলা ধীরেন্দ্র-“গুন, কিসের ক্ৰদন