পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

في مدينة . শৰীমচন্দ্রের গ্রন্থাবলী । দুৰ্ব্বাস। কি সে ক্রোধ ? কেমনে তা হইল সঞ্চর ? পারি আমি যোগবলে, দেখেছ, বাসুকি, পড়িতে পরের চিত্ত গ্রন্থে র মতন । তথাপি যে তব মুখে শুনতে বাসনা— কি সে ক্রোধ, কোন রূপে ইল সঞ্চার, দেখিব এ ক্রোধ স্তর গভীপ কেমন । দাবানল মত তাহ যাইরে ঝিয়া যদবধি ভস্ম নাহি হুইবে মন ; কিংবা দীপশিখা মত যাইবে নিবিয়া একই ফুংকারে তাহা । বঙ্গে বজানল বরষার মেঘ মত ; কিংবা যাইবে উড়িয়া শরতের মেঘ মত গরজি নিষ্ফল । বাস্থকি । কি সে ক্রোধ, কোন রূপে হইল সঞ্চার ? যেই উগ্র বহ্নি ভৰ্ম্মে আছে আচ্ছাদিত, যেই বিষ বিয়দস্তে আঁছে লুক্কায়িত, উত্তেজিত করি তারে লভিবে কি ফল ? কেবল হইবে ভস্ম অধিক ভষ্মিত, কেবল হইবে সৰ্প উন্মত্ত অধিক । বলিতেছি—মথুরায় কংস নরপতি স্থরচিার যেই রূপে দলিল চরণে অসহায় নাগজাতি অসুরসহায়, কাটিয়া অনাৰ্য্যগ্রীবা অনার্য অপিন্তে । করিল দুৰ্দ্ধর্ষবলে রাজ্যের বিস্তর, জান তুমি সব । গ্রিংশ বর্ষ আজি শুনিলা জনক মম স্বীয় বাকুকি সেই মহাবল ধ্বংস দেখেছে স্বপন—