পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । কেন লুকাইয়া অ কি, বেদ লুকাইয় রাখি, কেন ইচ্ছা হয় সদা লুকাইয়া দেখি ? কত আবরণে রাখি, 聽 কত আবরণে ঢাকি, ঢাকিলেও কেন পুনঃ ভয় হয় মনে দেখা ধাইতেছে চিত্র ? ভূতলে, গগনে, প্রকৃতির অঙ্কে আঙ্কে, হৃদয়ে আমার, দেখি সেই ঢাকা চিত্র ভাসে অনিবার ! কত দেখি তবু কিছু দেখিতে না পাই, কিসে মম স্থনয়ন করে আসি আবরণ, .ীক ভয় হৃদয়ে মম হয় সঞ্চারিত, কঁপে চুরু কুরু বুক, হারাই সম্বিত । الأما অ নিশ্চয় ভুলেছি পথ ; এই পুষ্পেষ্ঠানে পুষ্প-স্বরূপিণী, স্বত পুর-নিবাসিনী করেন বিহার । কিন্তু নাহি শক্তি মম | যাই অস্তু পথে । মেঘ আবরণে থাকি শশাঙ্ক যেমতি করে সিন্ধু বিচঞ্চল, কেশ আবরণে ওই শশাঙ্ক বদন, । করেছে তেমনি মম হৃদয় বিহবল ৷ যাই স্থানাঙরে,—কই নাহি চাহে মন । যাই তার কাছে,—কই চলে না চরণ । কিবা রণে, কিবা বনে, পশেছে নির্ভয়মনে । - যেই জন ; আজি তার কঁপিছে হৃদয় ।