পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وج فرنسي নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বলি তবে,—একদিন অপরাহ্লে ক্রমে হীন হইতেছে মৈদাঘ কিরণ ; দিবা শেষে সন্ধ্যাবেল খেলাই কৈশোরথেন্স, পত্র পুষ্প করিয়া চয়ন, এই ঘাটে, এই স্থানে সহসা কি ধেন কাণে, শুনিলাম, ফিরায়ে বদন . মরি কিবা দেখিলাম ! সেই ক্ষণে মরিলাম,— সহোদর সঙ্গে কোন জন ? নীল রত্নোৰ্জ্জল অঙ্গে যৌবন প্রভাত রঙ্গে ५१ খুলিয়াছে কি অরুণ আভা ! ভঙ্গিমায় কি গাম্ভীৰ্য্য ! কিবা বীৰ্য্য অনিবাৰ্য্য কি সৌন্দর্য্য নারী-মনোলোভা ! প্রভাত গগন সম .সে ললাট নিৰুপম কি জ্যোতি-তরঙ্গ থে’লে पूब ! কুঞ্চিত কুন্তলরাশি, ' তীরস্থিতা লতারাশি, সরোবরে শোভিছে ছায়ায় । ভুরু ইন্দ্ৰধন্থদ্বয়, শুদ্ধ নীল-মণিময়, আকর্ণ বিশ্রাস্ত সমুজ্জল । প্রদীপ্ত গগন সম, নেত্রদ্বয় নিরুপম, তারা নীল ভাস্কর মণ্ডল । প্রশস্ত ললাটে নেত্রে, প্রশস্ত উরস-ক্ষেত্রে —বীরত্ব মহত্ত্ব রঙ্গাঙ্গন । বীরত্বের প্রভাকরে, মহন্ত্রের শশধরে, সমুজ্জ্বল করেছে কেমন ! क८ब्र भैष्ट्र नंथ७", পৃষ্ঠে শৃঙ্গপূর্ণ তৃণ, মৃগয়ার বেশে স্থসজ্জিত