পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يع جوعين নবীনচন্দ্রেয় ও স্থাবলী করিয়াছ আনিদ্রিত শৈল এতক্ষণ ?” স্থির নেত্র পলকেতে নামিল ভূতলে, উত্তরল অধোমুখ—“প্রভূ-প্রতীক্ষায় আছিল এ দাস সেই ক্ষুদ্র মুখখানি । অৰ্জুন আদপে তুলি নিজ সম বরে, অন্ত করে সর:ইয়। কুঞ্চিত কুন্তল দেখিল, সে ক্ষুদ্র মুস ; যথা সমীরণ সরাইয়া লতা দেখে কানন-কুসুম । সেই মুখখানি — পৰ্থ অতৃপ্ত নয়নে দেখিলা সে মুখে, সেই বিস্তৃত নয়নে, সেই ধন ভ্ৰ-রেখায় ক্ষুদ্র ওষ্ঠ ধরে, প্রভাত-শিশির-সিক্ত অপরাজিত র করুণমণ্ডিত সেই বর্ণ নীলিমায়, কি মহত্ত্ব; কি সৌন্দর্য্য, কিবা কোমলতা, . কিবা নিরাশ্রয় ভাবে কি যেন দৃঢ়তা ! স্বপ্নে বল্পনায় যেন হেন মুখখানি, দেখেছেন ধনঞ্জয় পড়ি তেছে মনে । ছায়াময় ; উঠিয়াছে অজ্ঞাতে হৃদয়ে কি যেন উচ্ছ্বাস মৃঢ় ; ভাসিয়াছে মনে কি যেন স্থতির ছায় । বধিলা অর্জুন— *শৈল ! এত স্নেহ তব, প্রতিদান তার দিব কোন মতে আমি ?” পড়িল বা লক প্রভুর চরণতলে । পাতি ভূমিতলে এক জামু, প’চুখানি ধরি গুই করে, ঢল ঢল নেত্রে চাহি উদ্ধে প্রভু পানে উক্তরিল--"বীরশ্ৰেষ্ঠ । দিবা নিশি দাস