পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । ఏశి : 等 ఫి সুলো । যাদুমণি যদি পাের. রৈবতক শৃঙ্গ নাড়, • তবু এ মানের টেকি নড়িবে না কভু ; কেবল এ স্বলোচনা, লেজে চড়ি ধানভাণ • এই প্রেম-যন্ত্র তব পারে নাচাইতে, তাহাতে সে মন্ত্রসিদ্ধ-ইন্দ্রজিতে জিতে । কৃষ্ণ । , কেন এই অভিনয় ? এই ত সময় নয়, দিবসের চিস্তাশ্রমে অবসন্ন প্রাণ ; চেয়ে দেখ মিলি আঁখি, শুন কে আড়ালে থাকি হানিতেছে তীক্ষ শর,-ছাড় অভিমান, লও বীণা, কি জ্যোৎস্না, গাণ্ড হট গান।

  • *

মুলো । একমাত্র গোবৰ্দ্ধন চাপি রাখে বৃন্দাবন , । এই রূপ-বৃন্দাবনে ছুই গোবৰ্দ্ধন ! আরো দুই গিরিভারে, মানিনী উঠিতে নারে ; মানভর সত্যভামা উঠিবার নয় ; এখনি যমুনা দুই বহিবে নিশ্চয় ।

ò è সখীর সে ব্যঙ্গ স্বর । cरुम अकरछनैौ अत्र