পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ নীতি-সন্দর্ভ। میکمیسیسی SAAAAA AAAA SAAAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAS S AAAAA AAAASS SAA AAAA AAAA AAAA SAA SAAAAA SAAAAA SAAAAA AAAA MA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA MMAAASAAAA AAAA AAAA AAAA SAAAAASA SAASAASAAAS মুক্তি হইবে।” সৰ্প তাহার উপদেশ মত আর কাহাকেও দংশন করে না, জীবন্মতের ন্যায় কালাতিপাত করিতে লাগিল। তাহার এইরূপ অবস্থা দেখিয়া রাখাল বালকগণ ঢিল নিক্ষেপ করিয়া তাহার অঙ্গ ক্ষতবিক্ষত করিতে লাগিল, কিন্তু সে কিছুতেই উত্তেজিত না হইয়া নিতান্তশান্তভাবে জীবনযাপন করিতে লাগিল । পরে হঠাৎ একদিবস দেবর্ষি নারদকে এই পথে যাইতে দেখিয়া সপর্তাহাকে যথাযোগ্য অভিবাদন করিয়া বলিল, “প্রভো —আপনার উপদেশে আমি শান্তভাবে জীবন যাপন করিতেছি, কিন্তু রাখালবালকগণের উৎপীড়নে আমার শরীর ক্ষতবিক্ষত হইয়াছে, আমার প্রাণ কণ্ঠাগত হইয়াছে ; এখন উপায় কি ?” নারদ বলিলেন—“আমি ত তোমাকে ফুস ফুস করিতে নিষেধ করি নাই ; দংশন করিতেই বারণ করিয়াছি ; তুমি আত্মরক্ষার্থ ফুস ফুস করিতে পার।” সৰ্প তাহার সেই উপদেশানুসারে আবশ্যকমত অবিকৃতমনে, ফুসফুস করিতে আরস্ত করিল এবং তদবধি আর কেহ তাহাকে উৎপীড়ন করিতে সাহসী হইত না । কেহ চুরি করিলে বা আমাদের সহিত প্রবঞ্চনা করিলে আমরা যে ক্রোধ প্রকাশ করি তাহাও দোষণীয় নহে, বরং সময় সময় ইহা অশিষ্টদিগকে দমন ও শিষ্টদিগকে রক্ষা করে। কিন্তু এইরূপ ক্রোধেও আমাদের শারীরিক ও মানসিক অনেক অনিষ্ট সাধিত হয়, সুতরাং ক্রোধমাত্রকেই বর্জন করা কৰ্ত্তব্য। অত্যধিক ক্রোধের উত্তেজনায় ক্রমে শরীর ও মন দুর্বল এবং ক্ষীণ হইয়া পড়ে। ক্রোধ জন্মিলে মস্তিষ্ক অত্যন্ত আলোড়িত হয়, সৰ্ব্ব