পাতা:পথের সাথী.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পথের সার্থী।

 এ সংসার তোমার স্থায়ী বাসস্থান নহে। এখানে অতিথির ন্যায় দুই দিনের জন্য আসিয়াছ। সেই নির্দ্দিষ্ট দুই দিন ফুরাইলে চলিয়া যাইবে। ইহার ব্যাতীক্রম করাইবার কাহারও ক্ষমতা নাই।

 অনন্ত পরমেশ্বরই তোমার নিত্য কালের আশ্রয়; তিনি ব্যতীত আর নিত্য বস্তু কিছুই নাই। সুতরাং এই অনিত্য সংসার মোহে ডুবিয়া সেই নিত্য বস্তুকে ভুলিয়া যাইও না।

 এই দেহ ফেলিয়া কোন মুহূর্ত্তে যে বিদায় লইতে হইবে তাহার কিছুই স্থিরতা নাই। হয়ত পর মুহূর্ত্তেই তোমার ডাক পড়িবে, অতএব এক্ষনে যেটুকু সময় পাও তাহার মধ্যেই কিছু কাজ করিয়া লও।

 প্রথমে ঈশ্বরে দৃঢ় বিশ্বাস চাই—তাঁহার সৃষ্ট এই অদ্ভুত অনন্ত বিশ্ব-ব্রহ্মাণ্ড, যাবতীয় ধর্ম্মের প্রত্যেক সম্প্রদায়েই একজন না একজন ঈশ্বরকে বিশ্বাস করেন, বহু মহাপুরুষ ঈশ্বর প্রত্যক্ষ পর্য্যন্ত করিয়াছেন। যদি উপযুক্তরূপে চেষ্টা কর তবে তুমিও একদিন তাঁহকে প্রত্যক্ষ করিবে।


পোষাক পরিচ্ছদ সর্ব্বদা পরিস্কার রাখিবে।