পাতা:পথের সাথী.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পথের সাথী

 যাহাতে তাঁহার প্রতি দৃঢ় বিশ্বাস জন্মে তাহার জন্য প্রতিদিন নিয়মিতরূপে স্থিরচিত্তে তাঁহারই নিকট প্রার্থনা কর।

 তিনি অদ্বিতীয় অথচ বহু, সর্ব্বশক্তিমান অথচ নিষ্ক্রিয়, নিরাকার অথচ সাকার, ন্যায়বান অথচ করুণাময়, মহীয়ান্‌ অথচ অনীয়ান্‌, অচিন্ত্য অথচ চিন্ত্যনীয়,—মোট কথা তিনি কেমন তাহা ভাষায় প্রকাশ করা যায় না; এই মাত্র বলা যায় যে তিনি তাহারই সদৃশ।

 ঈশ্বর বিশ্বাসের সঙ্গে সঙ্গে চাই আত্মবিশ্বাস—আমি এই কার্য্য করিতে পারিবই; মানুষে যাহা একদিন পারিয়াছে আমিও তাহা পারিব। কারণ আমি মানুষ; শুধু তাই নয় “তিনি” আমাতে আছেন, “আমি” তাঁহার সন্তান। সুতরাং এমন কোন কার্য্যই নাই যাহা আমি করিতে পারিব না।

 সংসার ত্যাগ করিয়া সাধন করিলে যে ঈশ্বর লাভ হয়, নতুবা হয় না, একথা ঠিক নহে, সংসারী ও সংসার ত্যাগী উভয়েই যদি “চিত্তশুদ্ধি” ও “বৃত্তিনিরোধ” করিয়া “শুদ্ধাভক্তি” লাভ করতে পারেন তবেই তাঁহার সাক্ষাৎ পান।


রাত্রে খাইবার অন্ততঃ দুই ঘণ্টা পরে নিদ্রা যাওয়া উচিৎ।