পাতা:পথের সাথী.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পথের সাথী

 রূপ বা সম্প্রদায় লইয়া কিছু যা আসেন শ্রীভগবান্‌ বলিতেছেন -
“যে যথায়াং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্‌।”[১] মূল কথা হইল সরল অকপট ভক্তির সহিত আত্ম-নিবেদন- নিজের বলিতে যা কিছুই সবই তাঁহার চরণে সঁপিয়া দেওয়া।

 সাধন প্রণালী বহু একার, কিন্তু ভক্তিযোগ (প্রেম)ই সর্ব্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সহজ পন্থা- ইহার মধ্যে কামনা ও ভয় থাকে না। প্রেমই প্রেমের লক্ষ্য, তিনি প্রেমময়, সে প্রেমের শেষ নাই- তাই অনন্ত।

 মনের ভিতর “ভক্তি” রূপ বীজ বপন করিয়া, বাহিরে “সদাচারাদি"র বেড়া দিয়া সৎবিষয় “শ্রবণ ও মনন” রূপ জল সেচন কর, কালে “সিদ্ধি” রূপ বৃক্ষ জন্মিয়া “শান্তি” রূপ ফল প্রদান করিবে।


দাঁত ও মুখ বেশ করিয়া পরিষ্কার করিবে। অপরিষ্কার দন্তে নানাবিধ রোগ জন্মে।


  1. যে যেরূপে আমার শরণাপন্ন হয়, আমি তাহাকে সেইরূপ ভজন করিয়া থাকি।