পাতা:পলাশির যুদ্ধ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৮
পলাশির যুদ্ধ।

জন্মের মতন আহা! ডাকি একবার,—
‘প্রিয়ে! কেরোলাইনা আমার!


“প্রিয়ে! কেরোলাইন। আমার!
যায় নিশি,—এই নিশি-প্রেয়সি! আবার,
পুনঃ এই সুধাকর,
তারাময় নীলাম্বর;
হইবে কি সমুদিত নয়নে আমার?
জীবনের শেষ দিবা হয়ত প্রভাত
হইতেছে পূর্ব্বাচলে,
কালি নাশি নেত্রজলে,
হতভাগা স্মরিবে না,—ডাকিবে না আর,—
‘প্রিয়ে! কেবোলাইনা আমার!’”
নীরবিলা যুৱা— যেন নৈশ সমীরণে
হইল জীবন মন শেষ তানে লয়।
সেই তান ক্লাইবের পশিল শ্রবণে;
ঝরিল একটি অশ্রু, দ্রবিল হৃদয়।
সুদীর্ঘ নিশ্বাস সহ হইল নির্গত—
“প্রিয়তমে মেস্কিলিন!—জনমের মত।”

তৃতীয় সর্গ সমাপ্ত।